মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়
Mohadebpur Girls High School
প্রতিষ্ঠানের ইতিহাস
  • মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি এলাকার গণ্য মান্য, হিতৈশী , সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যাক্তিবরগে ঐকান্তিক প্রচেষ্টায় ও সহেোযোগিতায় ০৬/০১/ ১৯৮৯ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে নারী শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। অত্র বিদ্যালয়টি এলাকার হত দরিদ্র শিক্ষাথৗদরে মাঝে অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দ্বারা শিক্ষাদান কারযক্রম পরিচালনা করে আসছে। অত্র বিদ্যালয়ে সরকারী অরথায়নে ২টি ৪ তলা ভিতের উপর ৩ তলা ভবন নিরমান করা হয়েছে । এছারা অত্র বিদ্যালয়ে সেসিপ প্রকল্পাধীন ২টি ট্রেড ক) জেনারেল ইলেকট্রিক্যাল ওয়াকস খ) সিভিল কন্সট্রাকশন ট্রেড চালু রয়েছে। পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোসজনক । প্রতি বছর সহশিক্ষাক্রমিক কারযক্রমসহ বিভিন্ন ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরের আয়োজন সহ নিরিবিলি পরিবেশে পাঠদান কারযক্রম পরিচালনা করা হয়।
এস.এস.সি কর্নার
ডাউনলোড
মুজিব ও সুবর্ণ জয়ন্তী কর্ণার